×
South Asian Languages:
মার্কিন, 30 নভেম্বর 2012
গ্রেট ব্রিটেনের প্রশাসন লিবিয়ার কাছ থেকে মুহম্মর গাদ্দাফির প্রশাসনকে ধ্বংস করার জন্য ব্রিটিশ বোমারু বিমান ও অস্ত্র দিয়ে আঘাত করার জন্য ক্ষতিপূরণ দাবী করবে না. এই বিষয়ে ঘোষণা করেছেন দেশের উপ প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্ড্রু ম্যারিসন দেশের লোক সভার এক সদস্যের এই ধরনের এক প্রস্তাবের প্রত্যুত্তর হিসাবে.
ইরান আফগানিস্তানে বিদেশী সামরিক উপস্থিতির অবসান চেয়েছে. রাষ্ট্রসঙ্ঘে ইরানের স্থায়ী প্রতিনিধির ডেপুটি এশাক আল- হাবিব নিজের দেশের অবস্থান সম্বন্ধে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে, আফগানিস্তানে বিদেশী শক্তির উপস্থিতি শুধু এই দেশে পরিস্থিতিকেই অস্থিতিশীল করছে. প্রতিবেশীদের মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমানের ক্ষেত্রে চোখে পড়ার মতো হয়েছে যে, প্রতিবেশীরা একেবারেই উল্টো অবস্থানে রয়েছেন. এই প্রসঙ্গে পিওতর গনচারভ মন্তব্য করেছেন.
সন্ত্রাসবাদী দলগুলির বিরুদ্ধে সংগ্রাম, বিশেষ করে আল-কাইদার বিরুদ্ধে, আফগানিস্তানে অবস্থিত মার্কিনী বাহিনীর দীর্ঘকালের জন্য মুখ্য কর্তব্য থাকবে, বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লেওন পানেট্টা. তাঁর কথায়, গোয়েন্দা তথ্য প্রমাণ দেয় যে, আল-কাইদা “আফগানিস্তানে আবার ঘাঁটি গেড়ে বসার জন্য সুযোগ-সম্ভাবনা খুঁজছে”. বেসরকারী তথ্য অনুযায়ী, বর্তমানে আফগানিস্তানে আল-কাইদার প্রতিনিধিদের সংখ্যা ১০০ জনের উপর.
রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অ্যাসেম্বলি প্যালেস্টাইনী স্বায়ত্ত্ব শাসনকে এ সংস্থার পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে. প্যালেস্টাইনীরা এ সিদ্ধান্তকে গ্রহণ করেছে জাতীয় বিজয় হিসেবে. হাজার হাজার লোকে বৈঠকের প্রত্যক্ষ সম্প্রচার দেখেছে যেমন গাজা অঞ্চলে তেমনই জর্ডান নদীর পশ্চিম তীরে. রাষ্ট্রসঙ্ঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৩৮টি রাষ্ট্র, সেই সঙ্গে রাশিয়া, প্যালেস্টাইনী স্বায়ত্ত শাসনকে রাষ্ট্রসঙ্ঘের পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকার করার পক্ষে মত প্রকাশ করেছে.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
নভেম্বর 2012
ঘটনার সূচী
নভেম্বর 2012
4
17
24
25