কঠোর পুলিশী ব্যবস্থা গ্রহণ করে ইরানের কর্তৃপক্ষ জাতীয় মুদ্রা – রিয়াল মুদ্রার স্থিতি যথেষ্ট মাত্রায় পুনর্স্থাপন করতে সক্ষম হয়েছেন. পুলিশী ব্যবস্থা গ্রহণের ফলে তেহেরানে মুদ্রা বিনিময়ের খোলা বাজার বন্ধ হয়েছে, বহু সংখ্যক মুদ্রা ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে, আর বিনিময় হার নির্ধারিত হয়েছে ১ মার্কিনী ডলারে ২৮ হাজার রিয়াল.