×
South Asian Languages:
মার্কিন, 18 সেপ্টেম্বর 2012
ওয়াশিংটন পূর্ব চীনা সাগরে সেনকাকু দ্বীপপুঞ্জ (চীনা নাম – দিয়াওইউইদাও) নিয়ে বেজিং ও টোকিও-র মাঝে উত্তেজনা বৃদ্ধিতে নিজের উদ্বেগ আবার জানিয়েছে.
পাকিস্তান আবার ৭০০ কিমি. দূরত্ব পর্যন্ত পারমানবিক ওয়ারহেড বহন করতে সক্ষম, এরকম রকেট পরীক্ষা করেছে. পাঞ্জাব প্রদেশের এক সামরিক ঘাঁটি থেকে রকেটটি নিক্ষেপ করা হয়. পাক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী নিক্ষেপ সফল হয়েছে. সবিষদে পড়ুন আমাদের পর্যবেক্ষক গেওর্গি ভানেতসোভের পর্যালোচনা. ডানাশুদ্ধ হাতফ-৭ বা বাবর নামক রকেট পাকিস্তানের সর্বাধুনিক প্রযুক্তি.
কাবুলে আবার সন্ত্রাসবাদী হামলা হয়েছে. আত্মঘাতী এক নারী কেচ্ছামুলক ফিল্ম, যেখানে হজরত মহম্মদকে অপমান করা হয়েছে, তার বিরূদ্ধে প্রতিবাদ জানিয়ে নিজেকে বিস্ফোরণ করেছে. ফলশ্রুতিতে দক্ষিন আফ্রিকার একটা বেসরকারী ফার্মের ১২ জন কর্মচারী নিহত হয়েছে. অন্যান্য দেশেও প্রতিবাদী আন্দোলনের ঢেউ স্থিমিত হচ্ছে না. ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের পাশাপাশি নিকট প্রাচ্যের, উত্তর আফ্রিকার ও এশিয়ার বহু দেশে জনতা প্রতিবাদ করে চলেছে.
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বরাক ওবামার স্থিরবিশ্বাস যে, ইরানের পারমাণবিক সমস্যার কূটনৈতিক মীমাংসার জন্য এখনও সময় আছে. এ সম্বন্ধে সোমবার বলেছেন হোয়াইট হাউজের প্রতিনিধি জোশ এর্নেস্ট. আগে ইস্রাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু “এন.বি.সি” টেলি-চ্যানেলকে প্রদত্ত ইন্টারভিউতে বলেন যে, আগামী ছয়-সাত মাসের মধ্যে ইরান পারমাণবিক অস্ত্র সৃষ্টির সম্ভাবনার খুব কাছে পৌঁছোবে.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
সেপ্টেম্বর 2012
ঘটনার সূচী
সেপ্টেম্বর 2012
1
8
9
29
30