ঐস্লামিক সহযোগিতা সংস্থা নিজেদের মধ্য সিরিয়াকে আর সদস্য দেশ হিসাবে দেখতে চায় না. এই ধরনের সিদ্ধান্ত এই সংস্থার মক্কা শহরের জরুরী অধিবেশনে নেওয়া হয়েছে. এখানে ৫৬টি দেশের রাষ্ট্র নেতৃত্ব যোগ দিয়েছেন, যাতে সিরিয়াতে বিরোধের অবসান করা সম্ভব হয়. এই শীর্ষ বৈঠকে যোগ দেন নি সংস্থার সদস্য ও সেই সমস্ত প্রভাবশালী দেশের নেতারা, যেমন, ইরাক, সংযুক্ত আরব আমীরশাহী ও ইন্দোনেশিয়া.