রাশিয়া ও ইরানের পুলিশ বাহিনীর প্রধানরা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছেন বলে জানানো হয়েছে রাশিয়ার স্বরাষ্ট্র দপ্তরের তথ্য কেন্দ্র থেকে. এই সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে ইরানে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী ভ্লাদিমির কলোকল্তসেভের সফরের সময়ে. এটি প্রথম চুক্তি, যেখানে দুই দেশের পুলিশ বাহিনীর মধ্যে অপরাধের মোকাবিলা নিয়ে কাঠামো ও পদ্ধতি সংক্রান্ত সহযোগিতার রূপরেখা নির্ণিত হয়েছে, বলে জানানো হয়েছে তথ্য কেন্দ্র থেকে.