চলতি বছরের প্রথম ৪ মাসে ভারত ও রাশিয়ার মধ্যে পণ্যআবর্তন দ্বিগুণ বেড়েছে. এই সংখ্যা দিয়েছেন রাশিয়ার অন্যতম উপ-প্রধানমন্ত্রী দমিত্রি রগোজিন সেন্ট-পিটার্সবার্গে আন্তর্জাতিক ফোরামে আয়োজিত ভারত-রাশিয়া গোল টেবিল বৈঠকে. দমিত্রি রগোজিন অন্য উত্কর্ষমান সহযোগিতার স্বপক্ষে মতপ্রকাশ করেছেন. বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন দরকার যৌথ শিল্পসংস্থা ও হাইটেকনোলজির বিকাশের মাধ্যমে.