একশোরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রীদের আগামী ২ দিনে রিও-দে-জেনেরোয় অনুষ্ঠিতব্য জাতিসংঘের সম্মেলনে তথাকথিত ‘সবুজ অর্থনীতি’ তৈরি করার জন্য ঐক্যমতে পৌঁছাতে হবে. রুশী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী দমিত্রি মেদভেদেভ. তিনি আজ পূর্ণাঙ্গ বৈঠকে ভাষন দেবেন. সম্মেলন চলাকালীন মেদভেদেভ ৫-৬টি দ্বিপাক্ষিক সাক্ষাত্কারে মিলিত হবেন, যার মধ্যে আছে বান কি মুন ও নরওয়ের প্রধানমন্ত্রী ইয়েন্স স্টলটেনবার্গের সাথে সাক্ষাত্কার.