আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশন সিরিয়া থাকবে, তার নিরাপত্তার জন্য ঝুঁকি সত্ত্বেও, যার দরুণ আগে কাজ বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল. এ সম্বন্ধে মঙ্গলবার বলেছেন মিশনের প্রধান, নরওয়ের জেনারেল রবার্ট মুড, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের পরে. ১৬ই জুন জেনারেল মুড বিগত ১০ দিনে দেশে হিংসার মানের তীব্র বৃদ্ধি হওয়া উপলক্ষে মিশনের কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেন.