×
South Asian Languages:
রাষ্ট্রসংঘ, 18 আগষ্ট 2011
বিশ্বে খাদ্য দ্রব্যের দাম গত বছরের জুলাই মাসের চেয়ে শতকরা ৩৩ ভাগ বেড়ে গিয়েছে ও ২০০৮ সালের সবচেয়ে দামী সময়ের মতো হয়েছে, আর খাবারের ভাণ্ডার অনেকটাই সংকুচিত হয়েছে. এই ধরনের তথ্য নিজেদের মাসিক রিপোর্টে উল্লেখ করেছে বিশ্ব ব্যাঙ্ক. প্রসঙ্গতঃ, এই সংস্থার বিশেষজ্ঞদের মতে, মূল্যবৃদ্ধি হওয়ার ক্ষেত্রে খুবই বড় ভূমিকা নিয়েছে ভুট্টা, চিনি ও গমের দা.
আল-আরাবিয়া ইন্টারনেট সাইট জানাচ্ছে, যে দামাস্কাস সরকারীভাবে জাতিসংঘকে দেশের পরিস্থিতি মূল্যায়ণ করবার জন্য প্রতিনিধিদল পাঠানোর প্রস্তাব দিয়েছে. জাতিসংঘের প্রতিনিধিরা এর আগে একাধিকবার সিরিয়ার বিরুদ্ধে এই অভিযোগ করেছিল, যে সিরিয়া গত কয়েক মাস ধরে তাদের মতে যে সব শহরে সামরিক বাহিনীর সাথে বিরোধীদের প্রবল দাঙ্গা চলছে, সেখানে ঢুকতে দিচ্ছে না.
সেপ্টেম্বর মাসের শুরুতে রাশিয়ার রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভের অভিভাবকত্বে ইয়ারোস্লাভল শহরে যে রাজনৈতিক সম্মেলন হতে চলেছে, তা সামাজিক বহুবিধ সমষ্টি পরিস্থিতিতে আধুনিক রাষ্ট্রের ভূমিকা সম্বন্ধে আলোচনার মঞ্চ হতে চলেছে. বর্তমানের সম্মেলন এখানে উপস্থিতি অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য আধুনিক রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা গুলি নিয়ে আলোচনার এক জায়গা হতে চলেছে. তৃতীয় ইয়ারোস্লাভল সম্মেলনের কাজ তিনটি বিভাগে ভাগ করা হয়েছে.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
আগষ্ট 2011
ঘটনার সূচী
আগষ্ট 2011
6
10
13
14
20
21
27
28