মে মাসের শেষে ফ্রান্সে আবার একটি "আট বড়" দেশের শীর্ষবৈঠক হতে চলেছে. এখানে আলাদা করে একটি আলোচ্য বিষয় হতে চলেছে মাদক বিপদ. এই বারের বৈঠকে প্রথমবার ফরাসী রাষ্ট্রপতি নিকোল্যা সারকোজির উদ্যোগে আন্তর্জাতিক সমস্যা হিসাবে পশ্চিম আফ্রিকা হয়ে ইউরোপে আসা কোকেইন জাতীয় মাদক দ্রব্যের সমস্যা বিচার করে দেখা হতে চলেছে.