রোমের ২৬৬ তম পোপ হয়েছেন ৭৬ বছর বয়সী আর্জেন্টিনার কার্ডিনাল হোর্খে মারিও বের্গোলিও. তিনি কনক্লেভ বা নির্বাচনের দ্বিতীয় দিনে নির্বাচিত হয়েছেন. পবিত্র সন্ত পিওতরের সিংহাসনে আসীন হওয়ার জন্য নব নির্বাচিত ক্যাথলিক গির্জার প্রধানের প্রয়োজন পড়েছিল কম করে হলেও ১১৫টির মধ্যে ৭৭টি ভোট পাওয়ার – কারণ তত জনই ছিলেন কার্ডিনাল, যাঁদের এই নির্বাচনে অংশ নেওয়ার অধিকার ছিল.