পাকিস্তানের সরকার আফগানিস্তান থেকে তাদের দেশে আসা উদ্বাস্তুদের ৩০শে ডিসেম্বর অবধি সময় দিয়েছে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্যে. না গেলে তাদের জোর করে দেশ থেকে বের করে দেওয়া হবে. বিভিন্ন উত্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী পাকিস্তানে ১৫ থেকে ৩০ লক্ষ আফগানিস্তানের উদ্বাস্তু রয়েছে. আমাদের সমীক্ষক গিওর্গি ভানেত্সভ এই নিয়ে বিশদ করে বলেছেন.