সেপ্টেম্বর মাস পর্যন্ত নিজের পদ না ছাড়ার নতুন ঘোষণা করেছেন ইজিপ্টের রাষ্ট্রপতি হোসনি মুবারক, এই ঘোষণা শুধু ইজিপ্টের বিরোধী পক্ষেরই অপছন্দের কারণ হয় নি, ওয়াশিংটনেরও হয়েছে. সেখানে যদিও ক্রমাগত বলে যাওয়া হচ্ছে যে, অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো হবে না, আর ইজিপ্টের জনগনই নিজেদের নেতৃত্ব নিজেরা নির্বাচন করবেন.