বৌদ্ধদের ধর্মীয় নেতা চতুর্দশ দালাই লামা রাশিয়ার তীর্থযাত্রীদের আহ্বান জানিয়েছেন বৌদ্ধ গুরুদের প্রধান প্রধান রচনার অনুবাদ নিয়ে কাজ করতে, যে সব রচনা এখনও রুশ ভাষায় পূর্ণ মাত্রায় অনুদিত হয়নি. যেমন, “কাঙ্গিউর ( বুদ্ধের মৃত্যুর পর লেখা তাঁর নিজস্ব কথা-সংগ্রহ, মোট ১০০ খন্ডের বেশি), তেঙ্গিউর ( পরবর্তীকালে বুদ্ধের শিষ্যদের মন্তব্য, মোট ২০০ খন্ডের বেশি), এবং তাছাড়া তিব্বতী গুরুদের রচনা ইত্যাদি.