তেহরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সঙ্ঘের নিষেধাজ্ঞার ফলে ইরানের বহু কঠিন রোগাক্রান্ত ব্যক্তি তাঁদের প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন না. এই বিষয়ে স্থানীয় চিকিত্সকদের উল্লেখ করে জানিয়েছে ইরানের টেলিভিশন চ্যানেল “প্রেস – টিভি”. টেলিভিশন চ্যানেলের তথ্য অনুযায়ী এই ধরনের সমস্যার উদয় হয়েছে সেই সমস্ত মানুষদের জন্য, যাঁরা ডায়াবেটিস, রক্তাল্পতা, মস্তিষ্ক বিকার, থ্যালাসেমিয়া, লিউকেমিয়া ও যকৃতের রোগে ভুগছেন.