এই বছরের মার্চ মাস থেকে ইরান দেশের প্রতিরক্ষা খাতে প্রায় আড়াই গুণ বেশী খরচ বাড়িয়ে দিচ্ছে.এই বিষয়ে ঘোষণা করেছেন ঐস্লামিক প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রপতি মাহমুদ আহমাদিনিজাদ.তারই মধ্যে বিশেষজ্ঞরা যেমন মনে করেছেন যে,পশ্চিমের দেশ গুলি ও ইজরায়েলের দিক থেকে সম্মিলিত ভাবে ইরানের উপরে সামরিক হামলা খুবই সম্ভাব্য হয়ে পড়েছে.