উত্তর কোরিয়ার কাছে এমন আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক রকেট আছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ভূভাগে পৌঁছোতে সক্ষম. কোরিয়ার কেন্দ্রীয় টেলিগ্রাফ এজেন্সি জানিয়েছে যে, এ সম্বন্ধে বলেছেন রাষ্ট্রীয় প্রতিরক্ষা কমিটির প্রতিনিধি. তাঁর কথায়, রকেটগুলি এমনভাবে মোতায়েন করা আছে যে, সেগুলি শুধু কোরীয় উপদ্বীপেই নয়, জাপান, প্রশান্ত মহাসাগরে গুয়াম দ্বীপে এবং এমনকি খাস মার্কিন যুক্তরাষ্ট্রের ভূভাগে অবস্থিত মার্কিনী সামরিক প্রকল্প ধ্বংস করতে পারে.