রাশিয়ার প্যাভিলিয়ন এক্সপো – ২০১২ তে “প্রদর্শনীর বিষয় সবচেয়ে ভাল করে উপস্থাপনা” করার জন্য রৌপ্য পদক পেয়েছে. এই বছরের সারা বিশ্ব বিশেষ প্রদর্শনী উত্সর্গ করা হয়েছিল বিশ্ব মহাসাগরের রসদের বুদ্ধি সম্মত ব্যবহার করা নিয়ে. এই প্রদর্শনী হয়েছে ১২ই মে থেকে ১২ই আগষ্ট দক্ষিণ কোরিয়াতে. এই প্রদর্শনীর অংশগ্রহণকারীরা এই প্রথম বছর কোন বিষয়ে সীমাবদ্ধ থাকতে বাধ্য হয়েছেন.