আগামী ২৬-২৭ তারিখে পারমানবিক নিরাপত্তার প্রশ্নে দক্ষিণ কোরিয়ার শীর্ষ সাক্ষাত্কারের আয়োজন করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া. আজ উত্তর কোরিয়ার কেন্দ্রীয় টেলিগ্রাফ এজেন্সি এই তথ্য প্রচার করেছে. পিয়ং-ইয়ং ঘোষণা করেছে, যে এরকম অনুষ্ঠানের আয়োজক হিসাবে দক্ষিণ কোরিয়া মানানসই নয়, কারণ ঐদেশ অগ্রগণ্য মার্কিনী পারমানবিক ঘাঁটি এবং বিশ্বে পারমানবিক মালমসলার অন্যতম সবচেয়ে বড় গুদাম.