×
South Asian Languages:
খরা - দুর্যোগ, 18 আগষ্ট 2010
- - - - এর মধ্যেই ঘর পুড়ে যাওয়া দের সাহায্য করার জন্য আরও বেশী লোক সাড়া দিয়েছে. লাইফ জার্নালের পাঠকেরা দাবানলে ক্ষতিগ্রস্থদের সাহায্য করার জন্য ১১৭ টি গাড়ী মানবিক সাহায্য পাঠিয়েছে. প্রতিদিনই দাবানলে ঘর পোড়া লোকেদের জন্য প্রাথমিক সাহায্য নিয়ে গাড়ী যাচ্ছে.
-     রাশিয়ার প্রধান মন্ত্রী ভ্লাদিমির পুতিন বিদেশী পাইলট ও সরকার গুলিকে যাঁরা রাশিয়ার দাবানল নিভাতে সাহায্য করেছেন, তাঁদের সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন. -     আমি আপনাদের দেশের সরকারকে ও আপনাদেরকে ব্যক্তিগত ভাবে কৃতজ্ঞতা জানাতে চাই. বিশ্বাস করি যে, এই ধরনের সম্মিলিত কাজ একটি ভাল অনুকরণ যোগ্য বিষয় হতে পারে.
আমাদের দুনিয়াতে জল বায়ু আরও বেশী করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে, শুধু একটা জিনিসই সঠিক করে বলা যায় যে, বিপজ্জনক আবহাওয়া সংক্রান্ত ঘটনার সংখ্যা বাড়তেই থাকবে. যাতে গরম ও বন্যা এই বছরের গরম কালের মতো সকলকে হঠাত্ করে অপ্রস্তুত বলে না প্রমাণ করে, তার জন্য মানব সমাজকে তৈরী হতে হবে নতুন সমস্ত বিষয়ের হের ফের এর সঙ্গে মানিয়ে নিতে.
রাশিয়ায় জরুরী পরিস্থিতিতে সাহায্য করা স্বেচ্ছাসেবীদের একক ডাটা-বেস গঠিত হতে পারে. এ উদ্যোগ প্রকাশ করেছেন রাশিয়ায় স্বেচ্ছাসেবী কাজের বিকাশ কেন্দ্রের প্রসিডেন্ট গালিনা বদ্রেনকোভা. তাঁর কথায়, এমন তালিকায় অন্তর্ভুক্ত করা যেতে পারে সেই সব লোকেদের, যারা বিনা অর্থে সাহায্য করতে প্রস্তুত, যাতে ভবিষ্যতে তাদের সেবা আরও তত্পরভাবে গ্রহণ করা যায়.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
আগষ্ট 2010
ঘটনার সূচী
আগষ্ট 2010
3
5
17
22
23
25
26
27
28
29
30
31