রাশিয়ার ইউরোপীয় অংশ দাবানলে আক্রান্ত. আগুনে পাঁচ জন নিহত, তাঁদের মধ্যে একজন দমকল কর্মী. এই বছরে হাস্য কৌতুকের উর্দ্ধে ওঠা আগুনের বহ্নি শিখাতে ক্ষতির এটিই প্রাথমিক তথ্য. প্রাকৃতিক অগ্নিকাণ্ড, বিশেষ করে শুকনো পচা পাতার মন্ড ও দাবানলে ধ্বংস হওয়ার বিষয়টি রাশিয়ার জন্য সত্যিকারের একটা বিপর্যয়ে পরিনত হয়েছে.