গত চার সপ্তাহ ধরে রাশিয়াতে এক অস্বাভাবিক গরম পড়েছে, রাজধানীর কাছে এত গরম যে, তা আফ্রিকার বা ইউরোপের পর্যটন কেন্দ্র গুলির থেকে বেশী. শহর গুলিতে অ্যাসফাল্ট রাস্তায় গলে যাচ্ছে, পাখা, ঠাণ্ডা পানীয়, আইস ক্রীম ও এয়ার কণ্ডিশনার বিক্রী বেড়ে গিয়েছে কয়েক গুণ. বিশ্বের বাজারে গমের দাম বেড়ে গিয়েছে.