×
South Asian Languages:
বন্যা - ঝড়, আগষ্ট 2011
অব্যাহত বৃষ্টি এবং ব্যাপক ভূমিধ্বসের কারনে মুম্বাইয়ে গত সপ্তাহে অন্ততঃ ১৫ জন মারা গেছেন. বন্যায় মেট্রো সিটির খুব বড় ক্ষয়ক্ষতি হয়েছে. সরকারী যানবাহন, সরকারী দপ্তর ও বেসরকারী বাণিজ্য কোম্পানিগুলি বন্ধ রয়েছে. আজ নগর কতৃপক্ষ এ কথা জানিয়েছে. এর প্রাক্কালে রেললাইন জলে ডুবে যাওয়ার জন্যে মফস্বলে ৬৩০টি ইলেকট্রিক ট্রেন এবং ১০টি এক্সপ্রেস ট্রেন বাতিল করতে হয়.
পাকিস্তানের উত্তর-পশ্চিমে প্রবল মৌসুমী বৃষ্টির দরুণ দেখা দেওয়া বন্যায় বিগত একদিনে ২০ জনেরও বেশি লোক মারা গেছে, জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ. এ বৃষ্টির দরুণ পাহাড়ী কোহিস্তান অঞ্চলে কর্দম প্রবাহ দেখা দেয়, যার পলে বেশ কিছু বাড়ি ধ্বংস হয়েছে. ক্রমাগত বৃষ্টির জন্য উদ্ধার কাজ কঠিন হয়ে পড়ে. পাকিস্তানের কয়েকটি অঞ্চলে অবিরাম বৃষ্টির ফলে সিন্ধু নদী এবং তার শাখা-নদীগুলিতে জলের মাত্রা তীব্রভাবে বেড়েছে.
ভারতের পূর্ব দিকের পশ্চিমবঙ্গ রাজ্যে অবিরল বর্ষণের ফলে বন্যায় ৫০ জনেরও বেশী লোক মারা গিয়েছেন. রাজ্যের বেশ কয়েকটি নদীতে জলের উচ্চতা একসাথে বেড়ে যাওয়াতে বিস্তৃত এলাকা প্লাবিত ও বহু জনপদ জলের তলায়. গৃহহীণ হয়েছেন প্রায় তিন লক্ষ মানুষ, রেল ব্যবস্থা বিপর্যস্ত, বিপর্যস্ত এলাকার মানুষ সরকারি ভবনে ও স্কুলে আশ্রয় নিয়েছেন, তাদের জন্য অস্থায়ী তাঁবু লাগানো হয়েছে. চাষের বহু ক্ষতি হয়েছে.
বিশ্বে খাদ্য দ্রব্যের দাম গত বছরের জুলাই মাসের চেয়ে শতকরা ৩৩ ভাগ বেড়ে গিয়েছে ও ২০০৮ সালের সবচেয়ে দামী সময়ের মতো হয়েছে, আর খাবারের ভাণ্ডার অনেকটাই সংকুচিত হয়েছে. এই ধরনের তথ্য নিজেদের মাসিক রিপোর্টে উল্লেখ করেছে বিশ্ব ব্যাঙ্ক. প্রসঙ্গতঃ, এই সংস্থার বিশেষজ্ঞদের মতে, মূল্যবৃদ্ধি হওয়ার ক্ষেত্রে খুবই বড় ভূমিকা নিয়েছে ভুট্টা, চিনি ও গমের দা.
জাপানের উত্তর-পূর্ব অঞ্চলে, যেখানে গত মার্চ মাসে ভূমিকম্প ও ত্সুনামির কারনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, সেখানে প্রায় ৬ হাজার সেফ এবং প্রায় ৩ কোটি ২০ ডলার খুঁজে পাওয়া গেছে. খুঁজে পাওয়া অর্থের একাংশ ইতিমধ্যেই আইনানুগ মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে, বাকি অর্থের মালিক নির্ধারন করার কাজ চলছে.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
আগষ্ট 2011
ঘটনার সূচী
আগষ্ট 2011
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
19
20
21
23
24
26
27
28
29
31