সিওল শহর বিদেশী সাংবাদিকে ভরে গিয়েছে. তাঁরা এখানে উড়ে এসেছেন, যাতে তাঁরা সেই বিষয়ে খবরে ভরিয়ে দিতে পারেন, যা তাঁদের সম্পাদকরা মনে করেছেন এক গুরুতর আন্তর্জাতিক সঙ্কট বলে. বিশ্বের সংবাদ মাধ্যম জানাচ্ছে যে, কোরিয়ার উপদ্বীপ এলাকা বর্তমানে পারমানবিক যুদ্ধের সামনে এসে দাঁড়িয়েছে. কিন্তু এটা বিশ্বাস করার কি দরকার রয়েছে? বিদেশী সাংবাদিকরা সিওলের রাস্তায় খুবই তন্নতন্ন করে আতঙ্কের চিহ্ন খুঁজছেন.