আন্তর্জাতিক পারমানবিক শক্তি নিয়ন্ত্রণ সংস্থার পর্যবেক্ষক দল এই সংস্থার ভাইস জেনারেল ডিরেক্টর হেরম্যান নাকেরত্স এর নেতৃত্বে তেহরান শহরের দুই দিন ব্যাপী সফর শেষ করেছে. মনে করিয়ে দিই যে, গত তিন সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় সফর. এর আগে তারাই ২৯ থেকে ৩১শে জানুয়ারী ইরান গিয়েছিল. প্রসঙ্গ নিয়ে মন্তব্য করেছেন ভ্লাদিমির সাঝিন.