চিন পাকিস্তানকে ছটি পারমানবিক রিয়্যাক্টর দেবে. এই বিষয়ে খবর দিয়েছে চিনের “হুয়ানতশিউ শিবাও” সংবাদপত্র. পাকিস্তানকে চিনের পক্ষ থেকে পারমানবিক প্রযুক্তি ও বিনিয়োগের বিষয়ে সাহায্যের বিষয় এখন শেষের পর্যায়ে পৌঁছেছে, বলা হয়েছে এই সংবাদে. পরিকল্পনা রয়েছে যে, চিনের থেকে দেওয়া রিয়্যাক্টরের শক্তি হবে তিন লক্ষ থেকে ১০ লক্ষ কিলো ওয়াট বিদ্যুত উত্পাদনের.