|
|
জনসাধারণের ফোনকল ও অনলাইন কার্যক্রমে মার্কিন প্রশাসনের অবৈধ নজরদারির তথ্য ফাঁসকারী ও সিআইএ’র সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন রাশিয়ার কোথায় থাকবেন তা নিশ্চিত করেছেন। স্নোডেনের আইনজীবী আনাতোলি কুচেরেনা শুক্রবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
এডওয়ার্ড স্নোডেনকে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের যে প্রতিক্রিয়া হবে তা পূর্বেই ধারণা করা গেছে। তবে সব চেয়ে ভাল মন্তব্য করেছেন নিউইয়র্ক স্টেটের সেনাটর চার্লজ শুমের। তিনি বলেন, "স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দেওয়ায় রাশিয়া যেন আমাদের পিছন দিয়ে ছুরি মেরেছে। প্রতিটি নতুন দিনে মি. স্নোডেন যতক্ষন পর্যন্ত স্বাধীনভাবে ঘোরাফেরা করবেন ততক্ষন পর্যন্ত তা ওই পূরান আঘাতে যেন আবার ছুরি মারার মত।"
আগামী বছর গুলিতে নাসা সংস্থার মুখ্য প্রকল্প হতে চলেছে মঙ্গলগ্রহে উড়ান ও অবতরণ,