জি- ২০ দেশের শীর্ষবৈঠকের আগে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামার সাক্ষাত্কার হয়েছে মেক্সিকোর লস- কাবোস শহরে. রাশিয়ার রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার পরে এটি পুতিনের প্রথম ওবামার সঙ্গে সাক্ষাত্কার. এই সাক্ষাত্কার হয়েছে এসপেরাঞ্জা রিসর্ট নামের হোটেলে. এই হোটেল জি- ২০ শীর্ষবৈঠকের সময়ে মার্কিন রাষ্ট্রপতির বাসস্থান হয়েছে, অর্থাত্ সরকারি ভাবে এই আলোচনা হচ্ছে মার্কিন এলাকায়.