গণ প্রজাতন্ত্রী চিন ও ভারতবর্ষ চুক্তি করেছে যে, তারা আবার যৌথ ভাবে সামরিক প্রশিক্ষণ করবে ও দুই দেশের সামুদ্রিক নৌবাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করবে. এই বিষয়ে দিল্লী শহরে চিনের প্রতিরক্ষা মন্ত্রী লিয়াং গুয়াঙ্গলিয়ে ও ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী আরাক্কাপারামবিল কুরিয়েন অ্যান্টনির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পরে প্রকাশিত এক খবরে প্রকাশ করা হয়েছে.