রয়টারস সংস্থার খবর অনুযায়ী আফগানিস্তানের তালিবরা ভারতের আফগানিস্তান সংক্রান্ত অবস্থানকে খুবই উচ্চ মূল্যায়ন করেছে – অংশতঃ ভারতের পক্ষ থেকে আফগানিস্তানের আভ্যন্তরীণ বিষয়ে একেবারেই হস্তক্ষেপ না করার প্রবল ইচ্ছা. কয়েকদিন আগেই দিল্লী সফরের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লিওন প্যানেত্তা আফগানিস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতের অংশগ্রহণ সক্রিয় করা নিয়ে আহ্বান করেছিলেন. তালিবরা ভারতের অবস্থানের প্রতি স্রেফ সমর্থন করেই ক্ষান্ত হয় নি.