কথায় আছে পথ চলতে পারে শুধু যে পথিক. কিন্তু প্রথম কদম সব সময়েই কঠিন হয়ে থাকে. ২০০৮ সালে মুম্বাই হামলার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রী সোমানাহল্লি মালাইয়া কৃষ্ণ ও তাঁর পাকিস্থানী সহকর্মী শাহ মেহমুদ কুরেশীর পক্ষে ইসলামাবাদে পুনরায় দ্বিপাক্ষিক আলোচনা সম্পূর্ণ ভাবে শুরু করাটা খুব সহজ কাজ হয় নি. দুই পক্ষই একে অপরের দিকে এগিয়েছে.