|
|
মার্কিন যুক্তরাষ্ট্রের রকেট লক্ষ্য করায় বিশ্বের খনিজ তেলের বাজার খুবই স্পর্শকাতর ভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে. শুধু সিরিয়াতে বোমা পড়ার ভয়েই গত চার মাসের মধ্যে তেলের দামের বিষয়ে সবচেয়ে বেশী হয়েছে. খনিজ তেল দু’দিনে শতকরা পাঁচ শতাংশ বেড়ে ব্যারেল পিছু ১১৭ ডলার হয়েছে. এটা বিশ্বের বাজারকে দেওয়া খুবই শক্তিশালী সাবধান বার্তা – আগামী দিনগুলোতে খনিজ তেলের দামে খুবই দ্রুত ওঠানামা আসতে পারে.
মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের জোট সঙ্গী হারাচ্ছে. ওয়াশিংটনের মুখ্য সামরিক সহচর – লন্ডন – সিরিয়ার বিরুদ্ধে সামরিক অপারেশনের সহযোগিতায় অস্বীকার করেছে. এর পরেই আরও এক গুচ্ছ ন্যাটোর দেশ বাশার আসাদের প্রশাসনের উপরে সামরিক চিত্রনাট্য অনুযায়ী কাজ করার বিষয়ে ধারণাকে বাতিল করেছে. ওয়াশিংটন বর্তমানে অন্য সহযোগী খুঁজছে, কিন্তু ঘোষণা করেছে যে, নিজেরাই একলা আঘাত হানতে পারে.