|
|
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে খুবই জানা বিষয় হিসাবে আলোচ্য হয়েছে রাষ্ট্রপতি ওবামার রাশিয়া সফর এবং রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ সম্মেলনে যোগদানের বিষয়ে অনীহা. রাজনৈতিক ক্ষেত্রের পরস্পর বিরোধী মঞ্চে প্রতিক্রিয়া দেখতে পাওয়া গিয়েছে একেবারে চরম. অতি দক্ষিণপন্থীরা দাবী করছেন আরও এগিয়ে যেতে ও সোচী শীত অলিম্পিক বয়কট করতে. আর বাম দিক থেকে শুনতে পাওয়া যাচ্ছে এডওয়ার্ড স্নোডেনের সঙ্গে শান্তির মহান প্রচারক ও অহিংসার পূজারী মহাত্মা গান্ধীর সঙ্গে আশ্চর্য রকমের তুলনা.
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ বৃহস্পতিবার নিউ-ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সম্পাদক বান কি মুনের সাথে সাক্ষাত্ করবেন এবং সিরিয়ায় মীমাংসার পরিপ্রেক্ষিত এবং আফগানিস্তানে পরিস্থিতি আলোচনা করবেন.