|
|
সিরিয়ার সঙ্কটের পক্ষদের জেনেভায় সম্মেলনে বসার আগে ভেবে দেখা দরকার যে, যুদ্ধ বন্ধ রাখা উচিত্, এই কথা ঘোষণা করেছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব বান কী মুন. রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে তিনি ঘোষণা করেছেন যে, সম্মেলন হবে মোটামুটি আট সপ্তাহ বাদে, কিন্তু এখনই সমস্ত পক্ষই পদক্ষেপ নিতে পারে ও তাদের নেওয়াও উচিত্, যাতে জেনেভায় সম্মেলন সফল হতে পারে.