আফগানিস্তানের অর্থনৈতিক উন্নতি – সমস্ত এলাকার জন্যই স্থিতিশীলতার শর্ত. কিন্তু আপাততঃ এই দেশ অর্থনৈতিক স্বাবলম্বীতার চেয়ে অনেক দূরে. ন্যাটো জোটের সেনা বাহিনীকে আফগানিস্তান থেকে আসন্ন ফিরিয়ে আনা নিয়ে অনেকেই নিজেদের মতো করে তৈরী হচ্ছে. এই বিষয়ে “রেডিও রাশিয়াকে” দেওয়া একান্ত সাক্ষাত্কারে ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার সাধারন সম্পাদক লামবের্তো জানিয়ের মন্তব্য করেছেন.