ইন্টারনেট উদ্ভব হওয়ার সঙ্গেই একটা বোধ হয়েছিল যে, চিঠি আর গ্রিটিংস কার্ড এবারে পড়ে রইল ইতিহাসের পাতাতেই. কিন্তু চিঠি পত্রের ধারা শেষ অবধি বিজয়ী হতে পরেছে. ঠিক সাত বছর আগে পর্তুগালের এক কম্পিউটার প্রোগ্রাম বিশেষজ্ঞ পাওলো মাগাল্যায়েশ postcrossing.com নামে একটা সাইট বানিয়ে ছিলেন, সেই সব লোকদের কথাই মাথায় রেখে, যাঁরা ঐতিহ্যগত ভাবেই হাতে লিখে কাগজের চিঠি পাঠাতে ও পেতে ভালবাসেন.