বিশ্বনাথন আনন্দ দাবাতে পঞ্চম বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দাবার মুকুট সেই খেলার ও নিজের জন্মভূমিতেই আবার ফিরিয়ে নিয়ে গিয়েছেন, নিজের চেন্নাই শহরে. তিন সপ্তাহ ধরে তাঁর প্রতিদ্বন্দ্বিতা মস্কো শহরের বিশ্ব বিখ্যাত ত্রেতিয়াকভস্কি গ্যালারিতে প্রাক্তন সোভিয়েত দেশে জন্ম হওয়া ও বর্তমানে ইজরায়েলের নাগরিক বরিস গেলফান্ডের সঙ্গে চলেছিল.