রাশিয়ার পশ্চিম সাইবেরিয়ার নভোসিবিরস্ক শহরের ভাইরাস বিজ্ঞানীরা বহু বছর কাজ করার পরে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাহানী করার ভাইরাসের বিরুদ্ধে টিকা প্রথমবার সাফল্যের সঙ্গে পরীক্ষা করতে পেরেছেন. টিকার ফলে রোগ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে, এই বিষয় সমর্থন করে নভোসিবিরস্ক শহরের বৈজ্ঞানিক কেন্দ্র “ভেক্টর” এর বিজ্ঞানীরা জানিয়েছেন.