×
South Asian Languages:
দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র, জুন 2013
মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা দক্ষিণ আফ্রিকা সফরে এসেছেন, তিনি দেশের প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার পরিবারের লোকদের সঙ্গে দেখা করবেন বলে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে. এই প্রসঙ্গে ওবামা ম্যান্ডেলাকে দেখতে যাবেন না. ওবামা এই প্রসঙ্গে বলেছেন, "আমার তাঁর সঙ্গে প্রোটোকল রক্ষার জন্য ফোটো তোলার দরকার নেই" – বলা হয়েছে হোয়াইট হাউস থেকে উল্লেখ করে.
মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা শুক্রবার তিনদিনের সফরে দক্ষিণ আফ্রিকায় পৌঁছোচ্ছেন, সেখানে তিনি নিজের আরাধ্য বীর – কঠিন রোগে আক্রান্ত বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে সংগ্রামী ৯৪ বছর বয়সী নেলসন ম্যান্ডেলার প্রতি সম্মান প্রদর্শনের আশা করেন. ডাক্তাররা দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্রের প্রথমকৃষ্ণকায় রাষ্ট্রপতির জীবনের জন্য সংগ্রাম করছেন, যিনি এখন সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে রয়েছেন. এ সফরের সময় ওবামা জোহান্সবার্গ, প্রিটোরিয়া ও কেপটাউন সফর করবেন.
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি জ্যাকব জ্যুমার অফিস থেকে বৃহস্পতিবারে বেলার দিকে এই খবর দেওয়া হয়েছে, বলা হয়েছে, সারা রাত্রি ধরেই নেলসন ম্যান্ডেলার শরীরের অবস্থার খানিকটা উন্নতি হয়েছে. একই সময়ে নেলসন ম্যান্ডেলার মেয়ে মাকাজিভে আগে জানিয়েছিলেন যে, তাঁর পিতার যে কোনও সময়েই মৃত্যু হতে পারে.
     নেলসন ম্যান্ডেলার কন্যা ম্যাকাজিওয়ের উদ্ধৃতি দিয়ে ফ্রান্স প্রেস সংবাদসংস্থা জানাচ্ছে, যে দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার শারিরীক অবস্থা অত্যন্ত সঙ্গীন.      - "আমি পুনরাবৃত্তি করতে পারি, যে বাবার অবস্থা একেবারেই সঙ্গীন. তবে সবই ঈশ্বরের ইচ্ছা, তিনিই ঠিক করবেন কখন দেহত্যাগের মুহুর্ত আসবে".
     প্রিটোরিয়ায় যে হাসপাতালে নেলসন ম্যান্ডেলা চিকিত্সাধীন, সেখানকার ডাক্তাররা তার নিকটাত্মীয়দের জরুরী তলব করেছেন, বলে সিবিএস সংবাদসংস্থা জানাচ্ছে. জরুরী তলবের কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি. আগেই জানানো হয়েছে, যে ৯৪-বছর বয়সী ম্যান্ডেলাকে জুন মাসে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ফুসফুসের সংক্রামণে বাড়াবাড়ি হওয়ার কারণে. গত কয়েক দিন ধরেই তার শারিরীক অবস্থা সংকটজনক.
দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্রের প্রাক্তন রাষ্ট্রপতি৯৪ বছর বয়সী নেলসন ম্যান্ডেলাকে ডাক্তাররা জীবন সুনিশ্চিত রাখার যন্ত্রে রেখেছেন, কারণ তিনি নিজে শ্বাস নিতে পারছেন না, বৃহস্পতিবার জানিয়েছে ফ্রান্স প্রেস সংবাদ এজেন্সি. সেই সঙ্গে বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে সংগ্রামের বীরের পরিবারের এক প্রবীন সদস্য বলেছেন যে, তাঁর সুস্থ হয়ে ওঠার আশা নির্মূল হয় নি.
২০শে জুন বিশ্ব উদ্বাস্তু দিবস পালিত হচ্ছে. রাষ্ট্র সঙ্ঘের তথ্য অনুযায়ী, বিশ্বে বর্তমানে নথিভুক্ত রয়েছেন প্রায় ২ কোটি মানুষ, যাঁরা বাধ্য হয়েছেন নিজেদের দেশ ছেড়ে যেতে, আর প্রায় আড়াই কোটি মানুষ নিজেদের দেশের ভিতরেই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়েছেন. এটা গত ১৮ বছরের মধ্যে সবচেয়ে বেশী সংখ্যা.
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি, বর্ণবৈষম্যের বিরুদ্ধে বিশিষ্ট সংগ্রামী নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থার আশাজনক উন্নতি হয়েছে, বৃহস্পতিবার বলেছেন দেশের বর্তমান রাষ্ট্রপতি জেকব জুমা. প্রিটোরিয়ায় হাসপাতালে তাঁর আবার লাঙ্গস ইনফেকশন হয়, তাঁর সাথে সব সময়ে রয়েছেন তাঁর স্ত্রী গ্রাসা মাশেল. ডিসেম্বর থেকে প্রাক্তন রাষ্ট্রপতিকে চতুর্থ বার হাসপাতালে ভর্তি করা হয় ফুসফুসের সমস্যার জন্য.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
জুন 2013
ঘটনার সূচী
জুন 2013
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
14
15
16
17
18
19
21
22
23
24
25
26
29