২৯শে আগষ্ট থেকে শ্রীলঙ্কায় পাঁচ দিনের সরকারি সফরে আসছেন চিনের প্রতিরক্ষা মন্ত্রী লিয়াং গুয়াঙ্গলিয়ে. এই সফরের আগে জানা গিয়েছে যে, চিন তৈরী রয়েছে শ্রীলঙ্কা দেশকে সেখানে উত্তর ও উত্তর পূর্ব এলাকায় সামরিক কেন্দ্র তৈরীর জন্য ১০ কোটি ডলার সমান অর্থমূল্যের সাহায্য দিতে. এই সব এলাকাই পঁচিশ বছরের বেশী সময় ধরে গৃহযুদ্ধের ফলে নিঃস্ব হয়ে গিয়েছিল.