নমস্কার, প্রিয় বন্ধুগণ. শুরু করছি রুশী ভাষা শিক্ষার আরও একটি পাঠ. যদি আপনি এই প্রথমবার আমাদের অনুষ্ঠান শোনেন, তাহলে আমরা আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানো যোগ দিতে, যেখানে আপনি শুধুমাত্র রুশী ভাষায় কথা বলতেই শিখবেন না, রাশিয়ার সংস্কৃতি ও জাতীয় ঐতিহ্যের সাথেও পরিচিত হতে পারবেন. ЗДРАВСТВУЙТЕ, ДРУЗЬЯ! ПРИВЕТ, ДРУГ! আমি আশা করছি, যে আপনারা বুঝতে পারলেন – কি বললো ল্যুসিয়া.