×
South Asian Languages:
সন্ত্রাস, 29 জুন 2013
দামাস্কাসের উত্তর ও দক্ষিণ প্রান্তিক এলাকাতে প্রবল লড়াই চলছে. টেলিভিশন কোম্পানী আল-মায়াদিন যেমন খবর দিয়েছে যে, শুক্রবারে সেখানে সিরিয়ার ফৌজ ও বিদ্রোহীদের মধ্যে খুবই বেশী পরিমানে গোলাগুলি বর্ষণ করা হয়েছে. সিরিয়ার রাজধানীর দক্ষিণে সামরিক গোষ্ঠীদের প্রধান ঘাঁটি রয়েছে তাদামুন ও কাদাম নামের জায়গায় আর উত্তরে - কাবুন ও বের্জি নামের জায়গায়.
সিরিয়ার দক্ষিণে দেরা প্রদেশে কারাক শহরে হামলার ফলে চার শিশু সহ কম করে হলেও আটজন নিহত বলে খবর দিয়েছে মানবাধিকার রক্ষা কর্মীরা. এরই মধ্যে সিরিয়ার সরকারি সংবাদসংস্থা খবর দিয়েছে যে, ১৮ জন জঙ্গী নিহত হয়েছে, আর তাদের মধ্যে লেবানন, সৌদী আরব ও চিচনিয়ার লোক রয়েছে. এই খবরে শান্তিপ্রিয় মানুষদের বিষয়ে কিছু বলা হয় নি.
শুক্রবারে এক অন্তর্ঘাতের কারণে ইরাকের পশ্চিমে রামাদি শহরে কম করে হলেও দশ জন নিহত হয়েছে বলে খবর দিয়েছে রয়টার সংস্থা, স্থানীয় পুলিশের উত্স থেকে পাওয়া খবর বলে. এক উচ্চপদস্থ পুলিশ অফিসারের গাড়ীতে দুটি বোমা রাখা হয়েছিল, প্রথম বিস্ফোরণে পুলিশের লোকটি নিহত হয়, তার পরে প্রায় সঙ্গে সঙ্গেই দ্বিতীয় বোমাটি ফাটে. ইরাকে শিয়া ও সুন্নীদের মধ্যে প্রবল লড়াই চলছে.
লেবাননের পূর্বে বেকা উপত্যকায় শুক্রবারে দুটি স্বল্প শক্তির ল্যান্ড মাইন ফেটেছে বলে জানিয়েছে ফরাসী সংবাদ সংস্থা, উত্স হিসাবে উল্লেখ করেছে লেবাননের নিরাপত্তা পরিষেবাকে. জাহলে শহরে এই বিস্ফোরণের ফলে কেউ হতাহত হয় নি. ধারণা অনুযায়ী এই বিস্ফোরণ যারা ঘটিয়েছে, তাদের লক্ষ্য ছিল চারটি গাড়ী সমেত শিয়া মুসলিম গোষ্ঠী হেজবোল্লা দলের কনভয়. বোমা থেকে গাড়ী গুলির সামান্য ক্ষতি হয়েছে.
জুন 2013
ঘটনার সূচী
জুন 2013