×
South Asian Languages:
সন্ত্রাস, 9 এপ্রিল 2013
উত্তর কোরিয়ার প্রশাসন আবারও বিদেশীদের খুবই জোর দিয়ে অনুরোধ করেছে পিয়ংইয়ং ছেড়ে চলে যাওয়ার জন্য. সানকেই সিমবুন নামের সংবাদপত্রের তথ্য অনুযায়ী, রাষ্ট্রদূতদের ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ১০ই এপ্রিলের পরে জন গণতান্ত্রিক প্রজাতন্ত্র কোরিয়া ঠিক করেছে রকেট উড়ান করার, যা সম্ভবতঃ জাপান হয়ে উড়ে যাবে.
দশ বছর আগে পশ্চিমের সংবাদ মাধ্যমের শীর্ষ ছত্র হর্ষ ধ্বনিতে উপচে পড়েছিল: “বাগদাদ দখলীকৃত!” খুবই অপ্রিয় ভাবে শুরু হওয়া আমেরিকা- ব্রিটেনের ইরাক আক্রমণ, মনে হয়েছিল, সফল হয়েছে. যদিও ইরাকের সামরিক বাহিনী ও স্থানীয় জঙ্গীদের দল শুরুতে জোটের সেনাদের গতি খুবই লক্ষ্যণীয় ভাবে কমিয়ে দিয়েছিল, তবুও বাগদাদ দখল করা সম্ভব হয়েছিল আক্রমণ শুরু হওয়ার তিন সপ্তাহ পরেই.
সোমবার আফগানিস্তানের ফারাহ শহরে অজ্ঞাতপরিচয় লোকেরা দু-দুটো রকেট বর্ষণ করেছে. সেইসময়ে সেখানে বক্তৃতা দিচ্ছিলেন দেশের রাষ্ট্রপতি দামিদ কারজাই. আফগানী নিরাপত্তা শক্তির সূত্র ধরে খামা প্রেস নামক ইন্টারনেট প্রকাশক সংস্থা এই খবর জানিয়েছে. সূত্রটির দেওয়া তথ্য অনুযায়ী, রকেট ছোঁড়া হয়েছে শহরের পশ্চিম দিকে. যেখানে রাষ্ট্রপতি অবস্থান করছিলেন, তার থেকে দুই কিলোমিটার দূরে রকেট দুটি ফেটেছে. কেউ হতাহত হয়নি.
ফ্রান্স প্রেস সংবাদসংস্থা জানাচ্ছে, যে ফ্রান্স মালির উত্তরাঞ্চলে গাও শহরের কাছে ঘাঁটি গাড়া ও ‘আল-কায়িদা’র সাথে সংযুক্ত ইসলামী গোষ্ঠীগুলির বিরুদ্ধে বড়সড় সামরিক অভিযান শুরু করেছে. ‘গুস্তাভ’ সাঙ্কেতিক নামে এই অভিযানে বহু ডজন সাঁজোয়া গাড়ি, হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
এপ্রিল 2013
ঘটনার সূচী
এপ্রিল 2013
14