×
South Asian Languages:
সন্ত্রাস, 14 ডিসেম্বর 2012
সেন্সরের ভয় দেখিয়ে ইন্টারনেটের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ও চিনকে নিজেদের একচেটিয়া অধিকার খর্ব করতে দেয় নি. আন্তর্জাতিক বৈদ্যুতিন যোগাযোগ জোটের দুবাই শহরের সম্মেলনে বিশ্ব জোড়া ইন্টারনেট জালের উপরে এই জোট সদস্যদের অধিকারের প্রশ্নে চুক্তি করাই শেষ অবধি সম্ভব হয় নি.
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে কান্দাহার শহরে এক আত্মঘাতী সন্ত্রাসবাদী ন্যাটো জোটের বিমান-ঘাঁটিতে বিস্ফোরণ ঘটিয়েছে. এ বিস্ফোরণের ফলে একজন মার্কিনী সৈনিক এবং দুজন শান্তিপূর্ণ বাসিন্দা নিহত হয়েছে. ১৭ জন বেসামরিক ব্যক্তি এবং একজন আফগান সৈনিক আহত হয়েছে. এ বিমান-ঘাঁটিতে মার্কিনী প্রতিরক্ষামন্ত্রী লেওন পানেট্টার সফরের কয়েক ঘন্টা পরে আত্মঘাতী বিস্ফোরক বস্তুতে ভরা মোটরগাড়ি বিমান-ঘাঁটির কাছে এনেছিল.
বৃহস্পতিবারে একটি মাইন লাগানো মোটরগাড়ী দামাস্কাস শহরের উপকণ্ঠে ফেটেছে, আট জন ঘটনা স্থলেই নিহত, খবর দিচ্ছে ফ্রান্স প্রেস সংস্থা – সিরিয়ার জাতীয় সংবাদ মাধ্যমকে উত্স হিসাবে জানিয়ে. বেশী ভাগ নিহত মানুষই মহিলা ও শিশু. ঘটনার বিশদ বিবরণ পাওয়া যায় নি. বৃহস্পতিবারে এর আগে বলা হয়েছিল যে, দামাস্কাসের দক্ষিণে কাতানা শহরে বোমা ফেটেছে.
পাকিস্তানের প্রশাসন দামাস্কাস থেকে রাষ্ট্রদূত সহ বাকী কূটনৈতিক প্রতিনিধিদের সেই দেশ ছেড়ে সাময়িক ভাব চলে আসার নির্দেশ দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবারে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মোয়াজ্জেম আহমেদ খান জানিয়েছেন. তিনি উল্লেখ করেছেন যে, এটা স্রেফ সাময়িক ব্যাপার ও তা করা হয়েছে সেই দেশে নিরাপত্তা বিষয়ে পরিস্থিতি খারাপ হওয়ার জন্যই.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
ডিসেম্বর 2012
ঘটনার সূচী
ডিসেম্বর 2012
2
7
13
16
26