এল – হুলা গ্রামে শান্তিপ্রিয় শতাধিক সিরিয়ার নাগরিকের মারণযজ্ঞ সরকার বিরোধী গোষ্ঠীর লোকরা করেছে, কারণ সেই সব মানুষরা সিরিয়ার প্রশাসনের বিরুদ্ধে অভ্যুত্থানে যোগ দিতে চায় নি. এই ধরনের প্রাথমিক রিপোর্ট দিয়েছে এক তদন্ত কমিশন, যাদের দামাস্কাসের তরফ থেকে নিয়োগ করা হয়েছিল গত সপ্তাহের এই ট্র্যাজেডির কারণ নির্ধারণের জন্য.