পারমানবিক নিরাপত্তা, নিকট প্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের উন্নতি – এই বিষয় গুলিকেই অর্থনৈতিক ভাবে "আটটি বড়" দেশের শীর্ষবৈঠকে অংশগ্রহণকারীরা নাম দিয়েছেন মুখ্য বলে. বৃহস্পতিবারে ফ্রান্সের দোভিল শহরে এই সব দেশের ও প্রশাসনের নেতৃত্বের বৈঠক শুরু হতে চলেছে.