দাগেস্তান রাজ্যের রাজধানী মাখাচকালার অর্থোডক্স কবরখানায় প্রবেশ পথে আজ এক শক্তিশালী বিস্ফোরণ হয়েছে. পুলিশের গাড়ী পাশ দিয়ে যাওয়ার সময়ে একটি বোমা সমেত গাড়ী বিস্ফোরিত হয়. দুইজন পুলিশ আহত. এই ঘটনার এক ঘন্টা আগে রাজ্যের কারাবুদাখকেন্ত অঞ্চলে রেল পথে আরও একটি মাইন বিস্ফোরণ হয়. ১৬টি শষ্য ভর্তি ওয়াগন রেল লাইন বিচ্যুত হয়েছে, তার মধ্যে তেরটি উল্টে গিয়েছে.