×
South Asian Languages:
ইরান, 26 নভেম্বর 2013

জেনেভায় গত সপ্তাহে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মধ্যস্থ “ছয় দেশ” ও ইরানের আলাপ-আলোচনায় সাফল্য সম্ভব হয়েছে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ সহযোগিতার কল্যাণে.

রবিবারে ইরান ও “ছয় মধ্যস্থতাকারী পক্ষের” মধ্যে সমঝোতা, যা অর্জন করা হয়েছে, তা শুধু ইরানকেই স্পর্শ করে নি. এর বিশাল এক অর্থ রয়েছে ভারতের জন্যেও, যে দেশ ইরানের উপরে নিষেধাজ্ঞা থেকে নিজেদের জন্য দুর্দশার যথেষ্ট কারণ দেখতে পেয়েছে. ভারতীয় সংবাদ মাধ্যম যেমন উল্লেখ করেছে যে, এই সমঝোতা ইরানের সঙ্গে জ্বালানী শক্তি ক্ষেত্রে আবার করে সহযোগিতার পথকে অনেক বেশী প্রশস্ত করে দিয়েছে. কিন্তু যেমন মনে করা হয়েছে যে, শুধু জ্বালানী শক্তি ক্ষেত্রেই সহযোগিতা আবদ্ধ হয়ে থাকবে না, আর সমগ্র পূর্ব ইউরো-এশিয়া এলাকার জন্যেই এই ভবিষ্যত সম্ভাবনা অনেক বেশী রকম ভাবেই প্রসারিত হয়েছে. এই প্রসঙ্গে রাশিয়ার স্ট্র্যাটেজিক গবেষণা ইনস্টিটিউটের বিশেষজ্ঞ বরিস ভলখোনস্কি মন্তব্য করে বলেছেন:

ইরানের পারমাণবিক কর্মসূচির বিন্যাস ও সাংগঠনিক নক্সা “স্পর্শ করা হয় নি অন্তর্বর্তী সমঝোতায়”, যা জেনেভায় অর্জিত হয়েছে তেহেরান এবং ছয় দেশের (রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি দেশ ও জার্মানি) মাঝে, অন্যদিকে, “পশ্চিমী নিষেধাজ্ঞার বিন্যাসে ফাটল দেখা দিয়েছে”.

মার্কিন যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কে কূটনীতির জন্য দরজা বন্ধ করতে পারে না. সান-ফ্রানসিস্কো সফররত রাষ্ট্রপতি বারাক ওবামা এইভাবে সোমবার উত্তর দিয়েছেন ইরানের “পারমাণবিক ফাইল” সম্পর্কে জেনেভায় অর্জিত সমঝোতার প্রতি ইস্রাইলের সমালোচনার.

ভারতের জাতীয় খনিজ তেল পরিশোধন কোম্পানী হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ইরান থেকে আবার খনিজ তেল কেনার সম্ভাবনার কথা খতিয়ে দেখছে. এই বিষয়ে জানানো হয়েছে সোমবার স্থানীয় সংবাদ মাধ্যমে.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
নভেম্বর 2013
ঘটনার সূচী
নভেম্বর 2013
1
3
4
13
23
28