×
South Asian Languages:
ইরান, 16 আগষ্ট 2012
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি বৃহস্পতিবার ইস্লামিক সহযোগিতা সংস্থার মক্কা শীর্ষ সাক্ষাতে গৃহীত সিরিয়ার সদস্যপদ স্থগিত রাখার সিদ্ধান্তের সমালোচনা করেছেন. এ সম্বন্ধে জানিয়েছে "ইন্টারফাক্স" সংবাদ এজেন্সি. সালেহি বলেন যে, এমন সিদ্ধান্ত গ্রহণের আগে সাক্ষাতে সিরিয়ার প্রতিনিধিদলকে আমন্ত্রণ করা উচিত্ ছিল. তাছাড়া তা তার অংশগ্রহণে সরকার ও বিরোধীপক্ষের মাঝে সঙ্ঘর্ষ আলোচনার এবং সঙ্কট অতিক্রমের সুযোগ দিত.
ঐস্লামিক সহযোগিতা সংস্থা নিজেদের মধ্য সিরিয়াকে আর সদস্য দেশ হিসাবে দেখতে চায় না. এই ধরনের সিদ্ধান্ত এই সংস্থার মক্কা শহরের জরুরী অধিবেশনে নেওয়া হয়েছে. এখানে ৫৬টি দেশের রাষ্ট্র নেতৃত্ব যোগ দিয়েছেন, যাতে সিরিয়াতে বিরোধের অবসান করা সম্ভব হয়. এই শীর্ষ বৈঠকে যোগ দেন নি সংস্থার সদস্য ও সেই সমস্ত প্রভাবশালী দেশের নেতারা, যেমন, ইরাক, সংযুক্ত আরব আমীরশাহী ও ইন্দোনেশিয়া.
গ্যালাপ ইন্টারন্যাশন্যাল অ্যাসোসিয়েশনে কর্মরত সমাজতত্ত্ববিদদের মতে পৃথিবীতে ধর্মান্ধ মানুষের সংখ্যা ক্রমশঃই কমছে. ৫৯টি দেশের অধিবাসীদের জিক্ষাসাবাদ করে বিশেষজ্ঞরা নির্দ্ধারণ করেছেন, কোন্ কোন্ দেশ সবচেয়ে ধার্মিক, আরা সবচেয়ে বেশি নাস্তিক. সংখ্যার দিক থেকে ৫৯% বিশ্বের অধিবাসী ধর্মাবলম্বী.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
আগষ্ট 2012
ঘটনার সূচী
আগষ্ট 2012
2
4
5
11
20
26