×
South Asian Languages:
ইরান, 12 এপ্রিল 2012
ইরান “পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত নিজের সার্বভৌম অধিকার এক বিন্দুও ত্যাগ করবে না”. এ সম্বন্ধে বৃহস্পতিবার “ইরনা” সংবাদ এজেন্সিকে প্রদত্ত ইন্টারভিউতে বলেছেন ইস্লামিক প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রপতি মাহমুদ আহমাদিনেজাদ. তাঁর কথায়, ইরানের জনগণ নিজেদের অধিকার রক্ষা করবে, এবং এমনকি অন্যান্য দিক থেকে ভীষণ চাপও তাকে তা ত্যাগ করতে বাধ্য করতে পারবে না.
নিকট প্রাচ্যে যুদ্ধের সম্ভাবনা কম. এ সম্বন্ধে বৃহস্পতিবার বলেছেন বেলগ্রেড সফররত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারী প্রতিনিধি রামিন মেহমানপরস্ত. তাঁর কথায়, নিকট প্রাচ্যে বিদেশী সামরিক উপস্থিতিই এ অঞ্চলে উত্তেজনা ও অস্থিতিশীলতার মুখ্য কারণ. তিনি বলেন যে, এসব বাহিনী চলে গেলেই যুদ্ধের সম্ভাবনা দূর হয়ে যাবে.
সিরিয়া সঙ্কটের নিয়ন্ত্রণের সময় সীমা, ইরানের পারমানবিক পরিকল্পনা ও কোরিয়া উপদ্বীপ অঞ্চলে উত্তেজনা উদ্রেক কারী পরিস্থিতি – ওয়াশিংটনে জি ৮ গোষ্ঠীর দেশ গুলির পররাষ্ট্র মন্ত্রীরা আন্তর্জাতিক রাজনীতির মুখ্য সমস্যা গুলি নিয়ে নিজেদের অবস্থান সময়োপোযোগী কি না তা আলোচনা করে দেখেছেন. এই বৈঠক ছিল “জি ৮” শীর্ষ সম্মেলনের প্রস্তুতির জন্য সবচেয়ে বড় অধ্যায়.
ইয়ান তস্জেচি, এস এম. কৃষ্ণ ও সের্গেই লাভরভ আগামী ১৩ই এপ্রিল মস্কো শহরে বৈঠকে যোগদান করবেন, এই খবর দেওয়া হয়েছে রুশ কূটনৈতিক দপ্তর থেকে, তিন দেশের এই বৈঠকে আলোচনা হবে গত ২০১০ সালের উ-খান শহরের বৈঠকের পরে কি কাজ হয়েছে, আর তার পরে ঠিক করা হবে পরবর্তী সময়ের জন্য কি পরিকল্পনা নেওয়া হবে এই কাঠামোতে সহযোগিতার জন্য.
গত মঙ্গলবারে গ্রীস ও স্পেনে ইরান থেকে খনিজ তেল সরবরাহ করা বন্ধ হয়েছে. ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থার উত্স জানিয়েছে যে, ইরানের খনিজ তেল মন্ত্রী রোস্তাম হাসেমী ঘেষণা করেছেন যে, তাঁরা আর জার্মানীতেও "কালো সোনা" রপ্তানী করবেন না, আর তা ইউরোপীয় সঙ্ঘের তরফ থেকে ১লা জুলাই থেকে নিষেধাজ্ঞা জারী করার আগেই বন্ধ করে দেওয়া হচ্ছে.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
এপ্রিল 2012
ঘটনার সূচী
এপ্রিল 2012
1
4
8
11
21
24
30